Sunday, May 19, 2013

এই বরষায় তুমি ঋতুমতী

এই বরষায় তুমি ঋতুমতী এই বরষায় তুমি ঋতুমতী মেঘ লিখে রাখে বিজলী-বয়ান আকাশ প্লাবন,বাতাস পার্বণ শব্দময় শঙ্খের মত সময় বেজে ওঠে। রৌদ্রনেশায় বৃষ্টিও আচ্ছন্ন থাকে বীজের অঙ্কুর সম্ভবনা তরলিত হয় সংক্রমিত হয় উদ্ভিদবারুদ, আন্দোলিত রিনিঝিনি বিপ্লব।

No comments: